পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা, ঠিকাদার ও পিআইসি সহ হাওরের বেরীবাঁধ নির্মাণে লটপাটকারী সংশ্লিষ্টদের বিচারের দাবিতে কৃষক- জনতা আগামী কাল বৃহস্পতিবার সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড’র অফিস ঘেরাও ও প্রতিবাদ সমাবেশ ডেকেছেন।’
‘হাওর বাঁচাও- সুনামগঞ্জ বাঁচাও- কৃষক বাঁচাও’ নামে একটি সামাজিক সংগঠন এ কর্মসুচী সফল করতে  জেলার বোরো ফসলী হাওরগুলো ডুবির পর থেকেই এ কর্মসুচীর সফল করতে গত ১৫দিন ধরে গণ সংযোগ, লিফলেট বিতরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পাশাপাশী একাধিক পথসভার মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন।’  সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট বজুলূল মজিদ চৌধুরী খসরু বুধবার গণমাধ্যকে জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) কৃষক-জনতার সমাবেশ শেষে ও পাউবো অফিস ঘেরাও করা হবে।
সামাজিক সংগঠন ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে এই কর্মসূচির ডাক দেয়া হয়েছে। সংগঠনের নেতৃবৃন্ধ জানান,  এই মুহূর্তে সুনামগঞ্জের লাখ লাখ ফসলহারা কৃষক পরিবারে চলছে আহাজারি-হাহাকার। এ রকম দুর্যোগের মুখোমুখি সুনামগঞ্জের কৃষকরা ইতিপুর্বে আর কোনদিন   হননি। কখনো এভাবে এই চৈত্র মাসে কাঁচা ধান হারাতে হয়নি সুনামগঞ্জের কৃষকদের। সামান্য বৃষ্টি ও ওপারের  ঢলে অসমাপ্ত বেরীবাঁধ দিয়ে পানি ডুকে একের পর এক  করে জেলার  প্রায় ৯০ভাগ বোরো ধান তলিয়ে গেছে। ফসলহারা মানুষ এখন দিশেহারা। তারা নিঃস্ব হয়ে গেছেন। শ্রমে-ঘামে দেনার করে ফলানো সোনার ফসল চোখের সামনে ভেসে গেছে। ফসলরক্ষা বাঁধ নিয়ে পানি উন্নয়ন বোর্ড, ঠিকাদার ও পিআইসির লোকজন লাখ লাখ কৃষকের সঙ্গে তামাশা করে লুটপাট চালিয়ে গেছে। বেপরোয়া দুর্নীতির কারণেই বাধের টাকা তাদের পকেটে অতচ কৃষকদের স্বপ্ন ভেসে গেছে  পানিতে।  জেলার কয়েক লাখ কৃষক পরিবারের সদস্যদের কৃষি দেনা তাদেও পরিবারের সদস্যদের ভরণ পোষণ, তাদের বিভিন্ন সময়ে ধর্মীয় ও সামাজিক উৎসব, ছেলে -মেয়েদের শিক্ষা জীবন অভাবের তাড়নায় এখন অনিশ্চিত হয়ে পড়েছে।  নেবৃন্ধদের দাবী হাওরের ফসলরক্ষা বাঁেধর কাজে নিয়োজিত পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা, তাদের লালিত ঠিকাদার ও পিআইসি সহ সংশ্লিষ্টদের আইনের আওতায় নিয়ে এসে লুপাটের টাকা কৃষকদের ক্ষতিপুরণ সহ আদায় করে তাদের বিচার সরকারকে দ্রুত নিশ্চিত করতে হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn