সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া দায়িত্ব গ্রহন করেছেন। সোমবার (২ নভেম্বর) দুপুরে পৌর পরিষদ কক্ষে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এ উপলক্ষে পরিষদ কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক। ভারপ্রাপ্ত সচিব সতীশ গোস্বামীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর কাউন্সিলর আবাব মিয়া, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন প্রমুখ। এসময় পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা.আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক, কাউন্সিলর খলিলুর রহমান, দ্বিপক গোপ, দেলোয়ার হোসাইন, গিয়াস উদ্দিন, সুহেল আহমদ, মিনা রানী পাল, আয়ারুন নেছা, ইয়াসমিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নতুন মেয়রকে ফুল দিয়ে বরণ করেন পৌরসভা কাউন্সিলর, পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। রবিবার শপথ গ্রহণ করেন মেয়র মিজানুর রশিদ ভুঁইয়া। প্রসঙ্গত, চলতি বছরের ১১ জানয়ারি জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফের মারা গেলে গত ১০ অক্টোবর মেয়র শুন্যপদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn