মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গত বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়েছিল যুক্তরাষ্ট্রের বৃহৎ তিন টিভি নেটওয়ার্ক। এতে তিনি ভোট জালিয়াতির অভিযোগ আনলে সম্প্রচার থামিয়ে দেয় এবিসি, সিবিএস ও এনবিসি। কোনো ধরনের প্রমাণ ছাড়াই তিনি ডেমোক্রেটদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনেন। এ সময় তাকে প্রশ্ন করা হয় যে, তার কাছে কোনো প্রমাণ আছে কিনা। তবে ট্রাম্প কোনো প্রমাণ দেখাতে পারেননি। এরপরই এনবিসি নাইটলি নিউজের উপস্থাপক লেস্টার হল্ট বলেন, আমাদের বিষয়টি থামাতে হবে। প্রেসিডেন্ট ভোটে জালিয়াতি হয়েছে ছাড়াও যতগুলো দাবি করেছেন তার মধ্যে অনেক মিথ্যা বক্তব্য রয়েছে। এগুলোর কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এবিসি’র উপস্থাপক ডেভিড ম্যুরও সম্মেলনের মাঝখানেই দর্শকদের বলেন, এখানে সত্যতা যাচাই করার মতো অনেক কিছু আছে। সিবিএস সংবাদদাতা ন্যান্সি কর্ডস ট্রাম্পের ‘ভিত্তিহীন বক্তব্য’ নিয়ে সম্মেলনের মাঝখানেই প্রায় ৯০ সেকেন্ড যুক্তি খণ্ডন করেন। এ নিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ক্যাবল নিউজ নেটওয়ার্ক, সিএনএন ও ফক্স নিউজ ট্রাম্পের বক্তব্য সরাসরি সম্প্রচার করেছে। তবে গতরাতে সিএনএন, এমএসএনবিসি ও ফক্স নিউজের তুলনায় সম্প্রচার বন্ধ করা তিন টিভি নেটওয়ার্কেই বেশি দর্শক ছিলেন। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরো বলা হয়, ট্রাম্পের বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে কী না এ প্রশ্নে তিনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই টেলিভিশন কার্যনির্বাহীরা বিভক্ত ছিলেন। এর আগে করোনাভাইরাস নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের করা মন্তব্যগুলোও ছিল ব্যাপক বিতর্কিত। ফলে এসব মন্তব্যকে প্রাসঙ্গিক করা নিয়ে দ্বন্দ্বে পড়তে হয় সাংবাদিকদের। সিএনএন তাই ট্রাম্পের বক্তব্য প্রচারের সময় নিচে স্ক্রল দিয়ে দেয়। এতে লেখা ছিল, প্রমাণ ছাড়াই জালিয়াতির অভিযোগ এনেছেন ট্রাম্প।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn