সুনামগঞ্জের তাহিরপুরে ডিলারের ঘর হতে চুরি যাওয়া চালের মধ্যে ১৪৩ কেজি চাল উদ্ধার করেছে তাহিরপুর খাদ্য গুদাম কর্মকর্তা ও থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের আমবাড়ী গ্রামের আ. কুদ্দুছের বাড়ির পাশ থেকে চালগুলো উদ্ধার করা হয়। বড়দল (দ.) ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হারুন মিয়া জানান, গত বৃহস্পতিবার ভোরে তার গুদাম জামতলা বাজার হতে ১৫ বস্তা চাল চুরি হয়। বিষয়টি তিনি জানতে পেরে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুর রহমানকে অবগত করেন। পরে হারুন মিয়া লোক মারফত জানতে পারেন বড়দল (দ.) ইউনিয়নের আমবাড়ী গ্রামের মৃত সাজ্জাত আলীর ছেলে আ. কুদ্দুছ তার গুদাম থেকে চাল চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে গত বৃহস্পতিবার রাতে তাহিরপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুর রহমান ও তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দক্ষিণ বড়দল ইউনিয়নের আমবাড়ী গ্রামের আ. কুদ্দুছের বাড়ির পার্শ্বে একটি ঘর থেকে ১৪৩ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করে। এ বিষয়ে জানতে অভিযুক্ত আ. কুদ্দুছের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। তাহিরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান চাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গতকাল ডিলার হারুন মিয়া বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা দায়েরের কথা থাকলেও এখন পর্যন্ত তিনি মামলা দায়ের করেননি। আমি শুনেছি বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তি করার চেষ্টা চলছে।
সংবাদ টি পড়া হয়েছে :
৫৬ বার