বার্তা ডেক্সঃঃ তাহিরপুর উপজেলায় ২০২০-২০২১ অর্থ বছরে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর )দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি প্রণোদনায় ৯৪০ জন কৃষককে হাইব্রিড বোরোধান, গম, ভুট্টা ও সরিষা ও পুনর্বাসন (বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক) ২৯০ জন কৃষকে গম ও ভুট্টা দেয়া হয়। এ উপলক্ষে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা’র সভাপতিত্বে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। এসময় উপজেলার ৭টি ইউনিয়নের কৃষকগনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগত উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn