বার্তা ডেক্সঃঃ আফগানিস্তানের গজনীর পূর্ব প্রদেশে একটি বোমা বিস্ফোরণে ১৫ জন শিশু মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ২০ জন। দেশটির কর্মকর্তা ও পুলিশের বরাত দিয়ে আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বোমা বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে কর্মকর্তারা বলছেন, রিকশার পিছনে মজুদ করা একটি বোমা ফাটানো হয়েছিল বলে ধারণা করছেন তারা। অবশ্য তালেবান জঙ্গিরা বিস্ফোরণটিকে একটি দুর্ঘটনা বলে মন্তব্য করেছে। জানা যায়, ভুক্তভোগী শিশুরা গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এক ব্যক্তির কাছ থেকে খেলনা বুলেট কিনতে গিয়েছিল। কিন্তু তা ছিল আসল। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই আক্রমণ তালেবানরা চালিয়েছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র আহমদ খান।
সংবাদ টি পড়া হয়েছে :
৪৭ বার