সিলেট :: মঙ্গলবার থেকে সিলেট বিভাগে ৩ দিনের সকল প্রকার পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক এক্য পরিষদ। মঙ্গলবার ভোর ৬টা থেকে (২২, ২৩ ও ২৪ ডিসেম্বর ) শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ পরিবহণ ধর্মঘট অব্যাহত থাকবে। সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবীতে ও লাখো মানুষের জীবন-জীবিকা রক্ষার্থে এ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়।
পরিবহণ ধর্মঘটে সিলেট বিভাগের বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, কোচ, লেগুনা, ট্যাংকলরি, সিএনজি’সহ সকল পরিবহনের চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। তবে ধর্মঘটে এম্বুলেন্স, বিদেশ যাত্রী, ফায়ার সার্ভিস, সংবাদপত্র ও জরুরী ঔষধ বহণকারী গাড়ি ধর্মঘটের আওতায় থাকবে না বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল এবং সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার। নেতৃবৃন্দ ধর্মঘটটি পালনের জন্য সিলেট বিভাগের সর্বসস্থরের পরিবহণ ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। এদিকে ধর্মঘট সফলের জন্য ইতিমধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে পরিবহণ মালিক-শ্রমিকরা সভা সমাবেশ করেছেন।
সংবাদ টি পড়া হয়েছে :
৫০ বার