দিরাই :: সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপদেষ্টা ও দোয়ারাবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা কানাই লাল রায় (৭০) আর নেই। রবিবার সকালে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যায়,দিরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বার বার নির্বাচিত উপদেষ্ঠা ও দোয়ারাবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কানাই লাল রায় ১৯৭১ সালে দেশ মাতৃকার টানে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন দেশ মাতাকে শত্রুমুক্ত করার জন্য। মহান মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক হিসেবে যুদ্ধ করেছেন স্বাধীনতার পূর্ব পর্যন্ত। জীবনের শেষ সময়ে এসে কয়েক মাস যাবত অসুস্থায় ভুগছেন তিনি। অবশেষে মৃত্যের সাথে লড়াই করে পরাজয় বরণ করেন এই বীর মুক্তিযোদ্ধা।

মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৮ বছর। উনি স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। দিরাই উপজেলার ৪নং চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামে জন্ম নেয়া এই বীর মুক্তিযোদ্ধা দিরাই পৌরসদরের কালি বাড়ি রোডের পাশে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিলেন। উনার স্মৃতিচারণ করতে গিয়ে উনার সহযোদ্ধা সাবেক কমান্ডার আতাউর রহমান বলেন, কানাইলাল দাদা ছিলেন দিরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের এক অবিচ্ছেদ্য অংশ। সদা হাস্যোজ্জ্বল শিক্ষিত ও মার্জিত আচরণ দিয়ে জায়গা করে নিয়েছিলেন আমাদের হৃদয়ে। এদিকে বীর মুক্তিযোদ্ধা কানাই লাল রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত,যুগ্ন সম্পাদক সুবীর দাস সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn