গোবিন্দগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০
ছাতকে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে ৪০ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী-চাকলপাড় ও ভেরাপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন যাত্রী ছাউনীতে সিগারেট খাওয়া নিয়ে ভেরাপুর গ্রামের ময়না মিয়ার পুত্র ফাইম ও চাকলপাড় গ্রামের আজমল মিয়ার পুত্র হারুন মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। তাৎক্ষণিক স্থানীয় ইউপি সদস্যসহ লোকজন মধ্যস্থতা করে বিষয়টি মীমাংসা করে দেন। কিছুক্ষণ পর উভয়পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় আধাঘণ্টাব্যাপী সংঘর্ষে গোবিন্দগঞ্জ পয়েন্ট পরিণত হয় রণক্ষেত্রে।
এসময় একটি টেলিকম সেন্টার ও মন্তাজ এন্টাপ্রোইজ নামক দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাংচুর করে সংঘর্ষকারীরা। ক্ষতিগ্রস্ত হয় ফুটপাতের ফল, সবজিসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান। দফায় দফায় সংঘর্ষে ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পথচারী, ব্যবসায়ীসহ উভয় পক্ষের ৪০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত জুবেল মিয়া (২২), আজির উদ্দিন (২২), জুনাই মিয়া (৫৫) ও রুয়েল মিয়াকে (২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিরহাম উদ্দিন (৩২), ইকবাল হোসেন (৩০), ইসলাম উদ্দিন (২৮), তাজ উদ্দিন (২৫), ইকবাল (১৮), বজলু মিয়া (৩৫), রুবেল (১৮), ফাইম (২০), মোশাইদ আলী (৪৮), শাহীন মিয়া (২৫), খালেদ আহমদ (৩০), নিছাব (২৫), ব্যবসায়ী নজরুল হকসহ (৩৫) অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।