চলমান কঠোর লকডাউনের মধ্যে প্রশাসনের অনুমতি না নিয়ে বসানো পশুর হাট বন্ধ করে দিয়েছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বসানো পশুর হাটে উপজেলার সালুকাবাদ ইউনিয়নের বাঘবেড় বাজারে পশুর হাট বসানো হলে বিকেলে তা বন্ধ করে দেয় প্রশাসন। এসময় ইজারাদারকে খোঁজা হলে ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি বলে জানান বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ।
বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ বলেন, সকালে আমিসহ সেনাবাহিনী টিম টহল দিয়ে এসেছি, তখন কোন পশুর হাট বসা ছিল না। এছাড়া চলমান লকডাউনে মধ্যে এমন জনসমাগম করে হাট করা যাবে না এবং আমরা কোন অনুমতি দেইনি। তিনি আরও বলেন, আমরা জানামাত্র অভিযান চালিয়ে হাটটি তুলে দিয়েছি। এসময় ইজারাদারকে স্পটে খোঁজা হলে পাওয়া যায়নি।
সংবাদ টি পড়া হয়েছে :
১৩০ বার