আল-হেলাল : সুনামগঞ্জ সদর উপজেলার সুরমানদীর উত্তর পাড়ের জনসাধারণের জীবনমানের উন্নয়নে দুটি সেতু নির্মাণের দীর্ঘদিনের প্রাণের দাবী বাস্তবায়নে এলাকার সর্বস্তরের জনগনকে  ঐক্যবদ্ধ হওয়ার আহ্ববান জানালেন পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এবং যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি নুরুজ্জামান শাহী। দুইজনই গনদাবী আদায়ে আন্দোলনের নামে পারস্পরিক কাঁদা ছুড়াছুড়ি না করতে বলেন। তারা সেতু বাস্তবায়ন আন্দোলনের সাথে সক্রিয় সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার উদাত্ত আহ্ণবান জানান।

সম্প্রতি জেলার প্রধান নদী সুরমার উপরে হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু এবং ধোপাজান (চলতি) নদীতে বালাকান্দা-রামপুর সেতু নির্মাণের দাবীতে বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ও হালুয়ারঘাট বাজারস্থ নদীর তীরে গত ১৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় “উত্তর সুরমা,সদর-বিশ্বম্বভরপুর কল্যাণ ঐক্য পরিষদ সুনামগঞ্জ” নামের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের ব্যানারে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থক ছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সক্রিয় অংশগ্রহনে পৃথক দুটি মানববন্দন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে ২২ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪ টায় সামাজিক সংগঠন “উত্তর সুরমাবাসী” ব্যানারে হালুয়ারঘাট বাজারে একই দাবীতে আরেকটি মানববন্ধন ও জনসভা অনুষ্ঠিত হয়। সেতুর ব্যাপারে উভয় পক্ষের দাবী এক হলেও একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে বিষোদগার করে বক্তব্য রাখেন। সেতু বাস্তবায়নের এই দাবী নিয়ে পৃথক কর্মসুচি পালনের মধ্যে দিয়ে উত্তর সুরমাবাসীকে প্রকাশ্য  দ্বন্দ্ব কোন্দল গ্রুপিং লবিং এ ঠেলে দেয়া হয়েছে।

জনগনের স্বার্থ নিয়ে রাজনীতি করা মোটেই বুদ্ধিমানের কাজ নয় উল্লেখ করে যুক্তরাষ্ট্র প্রবাসী ও প্রবীণ আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান শাহী বলেন, উত্তর সুরমাবাসীর অনেক ন্যায়সঙ্গত দাবী পূরনে সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি আলহাজ্ব মতিউর রহমান,সাবেক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন এবং বর্তমান এমপি পীর ফজলুর রহমান মিসবাহসহ সকল জনপ্রতিনিধিরই কমবেশী অবদান রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তাঁরা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। তাঁদের সকলের দীর্ঘদিনের প্রচেষ্টার ধারাবাহিকতায় জেলার বর্তমান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নানের নেতৃত্বেই এই গণদাবী আদায় করতে হবে।

এতে যেমন বর্তমান এমপি হিসেবে এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহকে সামনে রাখতে হবে তেমনি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে সরকার দলীয় সকল নেতাকর্মী সমর্থকদেরও এগিয়ে আসতে হবে। তিনি প্রস্তাবিত ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন সংগঠনের জন্য ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন ও থানা আওয়ামীলীগের আহবায়ক মোবারক হোসেনের সাথে ফোনালাপের মাধ্যমে তার সদিচ্ছা ব্যক্ত করে বলেন, শহর ও শহরতলীর অনেক গ্রামে ১৯৭০ ও ১৯৭৩ সালের নির্বাচনে নৌকার যখন ভরাডুবি হয় তখন উত্তর সুরমা তথা বৃহত্তর রঙ্গারচর ইউনিয়নের প্রতিটি কেন্দ্রের প্রাপ্ত বিপুল ভোটেই নৌকার বিজয় সুনিশ্চিত হয়েছিল। তাই পশ্চাৎপদ এই বিশাল জনগোষ্ঠীর কাছে আওয়ামীলীগ ঋনী হয়ে আছে। ধারারগাঁও সেতু বাস্তবায়ন করে পিছিয়ে পড়া এই বিশাল জনগোষ্ঠীর ঋন শোধ করতে হবে। তাদের ন্যায়সঙ্গত এই গনদাবী পূরনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া আমাদের বিকল্প কোন উপায় নেই।

আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান শাহীর বক্তব্যের সাথে একমত পোষন করেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম.এ মান্নান এমপি। বুধবার বিকাল ৩টায় এ প্রতিনিধির সাথে মুঠোফোনে একান্ত আলাপচারিতায় তিনি বলেন, ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু আমরা বাস্তবেই চাই। কিন্তু এই চাওয়ার নামে দুইটি দলে বা উপদল কোন্দলে জড়িত হলে চলবেনা। এরজন্য আমাদেরকে যেকোন মূল্যে ঐক্যবদ্ধ হতেই হবে। তিনি এই সেতুটি বাস্তবায়নের জন্য পিএসসির সাবেক চেয়ারম্যান এলাকার কৃতিসন্তান ড.মোহাম্মদ সাদিক এর ঐকান্তিক ও আন্তরিক প্রচেষ্টার কথাও স্মরণ করেন।

মন্ত্রী বলেন, অতীতে দলাদলির কারণে আমাদের সুনামগঞ্জ অনেক কাঙ্কিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এখন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ এর সুনাম ছড়িয়ে পড়েছে। আমাদের নেত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। আমরা এই উন্নয়নের রোল মডেলের অংশ হিসেবে সুনামগঞ্জকে এগিয়ে নিতে চাই। কাউকে বাদ দিয়ে নয় ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণীপেশার মানুষ কে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম.এ মান্নান এমপি বলেন, ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মাণের দাবী একদিনের বা আজকের দাবী নয় এই দাবী একটি বঞ্চিত জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রাণের দাবী। তিনি দাবী বাস্তবায়নের স্বার্থে ধৈর্য্যের সাথে একে অপরের প্রতি সহনশীল হয়ে ঐক্যবদ্ধভাবে সম্মিলিত উদ্যোগ গ্রহনের জন্য উত্তর সুরমাবাসীর প্রতি আহবাণ জানান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn