সুনামগঞ্জের জগন্নাথপুরে একদল মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় আমির হোসেন (২৮) নামের এক মুয়াজ্জিন গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাতে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী-নন্দিরগাঁও পূর্বপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আমির হোসেন প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া দাওয়া শেষে মসজিদের মিনারের দ্বিতীয়তলায় একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে মুয়াজ্জিন, মুয়াজ্জিন বলে, এক ব্যক্তি ডেকে তাকে ঘুম থেকে তোলে। এসময় দরজা খোলা মাত্রই মুখোশধারী ৫ থেকে ৭ জনের একটি দল মুয়াজ্জিনের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে গুরুত্বর আহত করে মসজিদের টাকা নিয়ে পালিয়ে যায়।আহত মুয়াজ্জিন বিষয়টি স্থানীয়দের মোবাইলফোনে অবহিত করলে লোকজন ঘটনাস্থলে এসে আহত মুয়াজ্জিন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। আহত মোয়াজ্জিন আমির হোসেন সাচায়ানী গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

মুয়াজ্জিন আমির হোসেন জানান, রাত ১২টার দিকে একজন ব্যক্তি আমাকে ডেকে ঘুম থেকে তোলেন। তার ডাকে আমি সরল মনে দরজা খুললে মুখোশধারী ৫জন ব্যক্তি আমার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র আঘাত করে বলে, আমরা জানি তোর নিকট টাকা আছে। প্রাণে বাঁচতে হলে টাকা দিয়ে দে। তা না হলে তোকে মেরে ফেলব। আমি ভয়ে তাদেরকে মসজিদের একটি সকেচের চাবি দেই। তখন তিনজন ব্যক্তি আমাকে ধরে রেখে অপর দুইজন নিচের তলা নেমে যায়। কিছুক্ষন পরে ওই দুই ব্যক্তির ডাকে আমাকে ছেড়ে তারা চলে যায়। দুর্বৃত্তরা সকেচের ডয়ার থেকে মসজিদ উন্নয়নের ১৫ থেকে ১৬ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn