মাত্র পাঁচ শতাংশ সুদে ঋণ নিয়ে ফ্ল্যাট কেনার সুযোগ পাবে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনায় কোনো ধরনের জামানত ছাড়াই ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন তারা। সর্বোচ্চ ৭৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের জন্য ঋণ নেয়া যাবে। পরিবেশবান্ধব খাতে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান চারশ কোটি টাকার পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ফ্ল্যাট কেনায় ঋণের বিষয়টি নতুন করে যুক্ত করা হয়েছে। রোববার (২৪ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। বিদ্যমান পুনঃঅর্থায়ন তহবিলের সুদহার সব পর্যায়ে এক শতাংশ করে কমানো হয়েছে। সবমিলে বর্তমানে পরিবেশবান্ধব হিসেবে বিবেচিত ৬৮টি পণ্যে কম সুদের এ ঋণ নেয়ার সুযোগ রয়েছে। রোববারের নির্দেশনায় নতুন করে ফ্ল্যাট নির্মাণ ও কেনায় ঋণের বিষয়টি যুক্ত করা হয়েছে। একইসঙ্গে এই কর্মসূচি থেকে পাম চাষে ঋণ বাদ দেয়া হয়েছে। পাম চাষ করলে আশপাশের কৃষি জমির ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn