বৈধ ভিসা’ থাকা সত্ত্বেও বাংলাদেশি শিক্ষার্থীকে আটক করেছে যুক্তরাষ্ট্র
সু.বার্তা:বৈধ ভিসা নিয়ে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রের এক বিমানবন্দরে এক বাংলাদেশি শিক্ষার্থীকে আটক করেছে মার্কিন অভিবাসী কর্মকর্তারা। গত বছরের ১৯ ডিসেম্বর তাকে আটক করা হয়।
ইন্টারফেইথ সেন্টার অব নিউ ইয়র্কের পরিচালক ও আইনজীবী ইমাম বৌকাদম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশি ওই শিক্ষার্থীর মামলা তিনি দেখাশোনা করছেন বলেও জানিয়েছেন ওই স্ট্যাটাসে।
ফেসবুক পোস্টে বাংলাদেশি শিক্ষার্থীর নাম উল্লেখ না করলেও ওই শিক্ষার্থী বৈধভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশে করেছেন বলে উল্লেখ করেছেন তিনি।
তিনি জানান, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কর্মকর্তারা ওই শিক্ষার্থীকে মারধরের ভয় দেখিয়েছেন। তার সঙ্গে চিৎকার করে কথা বলেছেন। তার সারা শরীর তল্লাশি করে তাকে বিপর্যস্ত করা হয়েছে। ওই শিক্ষার্থীকে একটি ভয়াবহ অভিবাসন বন্দিশালায় নেয়া হয়েছে। সেখানে তাকে একটি প্যারোল শুনানিতে হাজির করা হয়।
ফেসবুকে তিনি লিখেন, বাংলাদেশ থেকে প্রায় ৩০ ঘণ্টার দীর্ঘ সফর শেষে বিমানবন্দরে নেমেই অভিবাসন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন ওই শিক্ষার্থী যিনি ইংরেজীতে অতটা পরদর্শী নয়।