শ্রীলংকার বিপক্ষে ভুল না করলে বাংলাদেশ হয়তো এশিয়া কাপের ফাইনাল মঞ্চে থাকতে পারতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমূল হাসান পাপন। গতকাল রোববার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকা ও পাকিস্তানে মধ্যে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনাল ম্যাচ দেখে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বিসিবি প্রধান বলেন, ‘লংকানদের বিপক্ষে ভুলগুলো না করলে তাদের জায়গায় বাংলাদেশও থাকতে পারতো। শ্রীলংকার সঙ্গে ওই ম্যাচটা না জেতার কোনো কারণ ছিল না। আমরা যদি সেই ম্যাচটা জিততাম তাহলে আমাদেরও সেই সুযোগটা (শ্রীলংকার চ্যাম্পিয়ন হওয়া) আসতেও পারতো। বলা তো যায় না। ’
শ্রীলংকার বিপক্ষে ক্যাচ-ফিল্ডিং মিসের সঙ্গে বোলারদের এলোমেলো বোলিংয়ে শেষ হয়ে যায় বাংলাদেশের এশিয়া কাপ। এক কুশল মেন্ডিস জীবন পান চার বার। ১ রানে যিনি নিশ্চিত আউট হতেন, তিনি করেন ৬০ রান। পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলংকা। এ নিয়ে ষষ্ঠবার এশিয়া কাপের শিরোপা জিতল শ্রীলংকা। টুর্নামেন্টে ফেভারিট হয়েও ফাইনালে এসে হার দেখল পাকিস্তান।
সংবাদ টি পড়া হয়েছে :
১২৯ বার