সুনামগঞ্জে নতুন করে নির্মাণ করা হবে দু’টি সীমান্ত হাট
হাবিব সরোয়ার আজাদ-
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে নতুন করে নির্মাণ করা হবে সীমান্তহাট। ভারতের মেঘালয় ষ্টেইটের ঘোমাঘাট ও এপারের তাহিরপুর উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের লাউড়েগড় সীমান্তের সাহিদাবাদে হযরত শাহ আরেফিন (রহ.) মোকাম এলাকার পাশর্^বর্তী উভয় দেশের জিরো লাইনে এ সীমান্তহাট নির্মান করা হবে।’ জেলার সাহিদাবাদে সীমান্তহাট ছাড়াও দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়িতেও আরো একটি সীমান্তহাট সহ জেলায় নতুন করে আরো দুটি সীমান্তহাট নির্মাণ করা হবে বলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে বুধবার জানা যায়, তাহিরপুরের সাহিদাবাদ ও ওপারের ঘোমাঘাট এলাকার জিরো লাইনে সীমান্তহাট নির্মাণের জন্য নীতিগত ভাবে উভয় দেশের বাণিজ্য মন্ত্রনালয় সম্প্রতি নতুন করে আরো ৬টি সীমান্তহাট স্থাপনের জন্য যে অনুমোদন দিয়েছে তার মধ্যে জেলার তাহিরপুরের সাহিদাবাদ ও দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে পৃথক ভাবে আরো দু’টি নতুন সীমান্ত হাট নির্মাণের অনুমোদ দেয়া হয়েছে। সুত্র জানায়, সীমান্ত হাট নির্মাণের জন্য ২০১০ সালের ২৩ অক্টোবর দু’দেশের মধ্যে তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে ২০১১ সালের ২৩ জুলাই কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বালিয়ামারী ও ভারতের মেঘালয় রাজ্যের কালাইচর সীমান্তে প্রথম সীমান্ত হাট চালু হয়।’ পরবর্তীতে ফেনীর ছাগলনাইয়ার মোকামিয়া তাকিয়া বাজার, সুনামগঞ্জের তাহিরপুরের প্রথম প্রস্তাবিত (সাহিদাবাদে) পরবর্তীতে সিদ্ধান্ত বদল করায় সদর উপজেলার ডলুরা ও ব্রাহ্মণবাড়িয়া তারাপুরে সীমান্ত হাটের কার্যক্রম শুরু হয়। বর্তমানে উভয় দেশের জিরো লাইনে ওই চারটি সীমান্ত হাট চালু রয়েছে।’
ভারত –বাংলাদেশ সীমান্তে চলমান চারটি সীমান্ত হাট ছাড়াও নতুন করে আরও ছয়টি হাট নির্মাণের জন্য এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় ভারতকে সম্মতি দেয়। এসব সীমান্ত হাটের নির্মাণ ব্যায় ভারত সরকারই বহন করবেন। ’বাণিজ্য মন্ত্রণালয় থেকে নতুন করে যে ছয়টি হাট নির্মাণের জন্য ভারতকে সম্মতি দেওয়া হয়, সেগুলের মধ্যে সিলেট বিভাগের বিভিন্ন সীমান্তেই স্থাপন করা হচ্ছে ৫টি সীমান্তহাট। নতুন করে ছয়টি সীমান্তহাটের মধ্যে দু’টি হাটের নির্মাণ কাজ চলছে। এগুলোর কার্যক্রম শুরু হলে বাকি চারটি হাটেরও নির্মাণ কাজ শুরু করা হবে।’ সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলাম বুধবার জানান, বাণিজ্য মন্ত্রনালয় সুত্রে জানানো হয়েছে, চলতি মাসের ৭ থেকে ১০ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় নতুন করে যে ছয়টি সীমান্ত হাটের নির্মাণ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাতে সুনামগঞ্জ জেলার তাহিরপুরের সাহিদাবাদ ও দোয়ারাবাজার সীমান্তের বাগানবাড়ি সীমান্তহাট স্থাপনের বিষযটিও রয়েছে। ’