তাইওয়ানকে চীন তার অভিন্ন অঙ্গ বলে মনে করে। আর এই তাইওয়ানের নাম পরিবর্তন ঘোষণা করার জন্য চীন এক খেলার প্রতিযোগিতার আয়োজন করে। ২০১৭ এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে ১১ এপ্রিল তাইওয়ান’কে ‘ঝাংহুয়া তাইপে’-এর পরিবর্তে ‘ঝাংগুও তাইপে’ বলে উল্লেখ করে। ‘ঝাংহুয়া’ এবং ‘ঝাংগুও’-দুটির মানেই চীন, কিন্তু ঝাংগুও’কে ‘People’s Republic of China’-এর প্রেক্ষাপটে দেখা হয়। এই ঘটনার পর ‘Taiwan mainland affairs council’-এর প্রধান ক্যাথরিন চ্যাং এই বিষয়টির তীব্র নিন্দা করেন। ক্যাথরিন জানান, তার সরকার এই বিষয়টিকে কখনোই স্বাকীর করে নেবে না।

সূত্র: গ্লোবাল টাইমস

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn