হাওরে মহাবিপর্যয়: দায় স্বীকার করে পদত্যাগে প্রস্তুত পানিসম্পদ মন্ত্রী
হাওরে প্রাকৃতিক কারণে দুর্যোগ হলেও নিজের নৈতিক দায় স্বীকার করেছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। দুর্যোগ মোকাবিলায় সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেছেন, মন্ত্রণালয়ের গাফিলতিতে কিছু হয়ে থাকলে অভিভাবক হিসেবে তিনি পদত্যাগেও প্রস্তুত আছেন। আগাম এবং অতি বর্ষণ, তাছাড়া সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে দেশের পুরো হাওর এলাকা। বাঁধ ভেঙ্গে বা উপচে একের পর এক তলিয়ে গেছে হাওর এলাকার আধাপাকা ধানের ক্ষেত।হাওরের এই বিপর্যয়ের জন্য অভিযোগের তীর পানি উন্নয়ন বোর্ড, হাওর অধিদপ্তর এবং সর্বোপরি পানিসম্পদ মন্ত্রণালয়ের দিকে। চ্যানেল আই এর সঙ্গে সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। মন্ত্রী হিসেবে এর দায় তার উপর কতটা বর্তায় তারও জবাব দেন তিনি। কেন আগাম ও অতি বন্যা হচ্ছে সেটার কারণ বের করে ভবিষ্যতে কিভাবে আরো ভালোভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায়, সেজন্য বিশেষজ্ঞদের সঙ্গে শিগগিরই মতবিনিময় করবে পানিসম্পদ মন্ত্রণালয়