সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ব্রিটেনের পুলিশ তিন নারীকে আটক করেছে। গত সপ্তাহে উত্তর লন্ডনের এক বাড়িতে সন্ত্রাস-বিরোধী অভিযানের সাথে এদের যোগাযোগ রয়েছে বলে পুলিশ দাবি করছে। তারা বলছে, আটক হওয়া তিন সন্দেহভাজনের বিরুদ্ধে সন্ত্রাসের পরিকল্পনা এবং উসকানি দেয়ার অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার, পুলিশ উত্তর-পূর্ব লন্ডনের উইলস্‌ডেন এলাকায় অভিযান চালায়। সে সময় ২১ বছর বয়সী এক মহিলা গুলিবিদ্ধ হন। হাসপাতালে চিকিৎসা শেষে তাকে গ্রেফতার করা হয়। ব্রিটেনে গত ১০ বছরে মধ্যে এটাই প্রথম কোন নারীর ওপর পুলিশের গুলি বর্ষণের ঘটনা। ওই অভিযানের পর পুলিশ আরো ছয় ব্যক্তিকে আটক করেছিল।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn