এক মন্ত্রীসহ ৩০ সংসদ সদস্যকে ন্যাম ফ্ল্যাট ছেড়ে দেয়ার জন্য নোটিশ দিয়েছে জাতীয় সংসদের সংসদ কমিটি। এঁদের মধ্যে চারজন ফ্ল্যাট ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। সংসদ কমিটি জানিয়েছে, নোটিশের সন্তোষজনক জবাব পাওয়া না গেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মাধ্যমে ওই সংসদ সদস্যদের ডাকা হবে। সংসদ সদস্যদের আবাসন, ন্যাম ফ্লাটের নিরাপত্তা, অফিস বরাদ্দসহ বিভিন্ন বিষয় তদারকির দায়িত্বে থাকা সংসদ কমিটির বৈঠকে বুধবার (৩ মে) এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় ন্যাম ফ্ল্যাটে বরাদ্দ নিয়েও থাকেন না- এমন আইনপ্রণেতাদের বাসা ছেড়ে দিতে গত বছরের ২৬ জুলাই চিঠি দেওয়া হয়। এরপর গত ২৩ এপ্রিল আবারও চিঠি দেওয়া হয়। এর আগে, যে সংসদ সদস্যরা তাদের ন্যাম ফ্ল্যাটে থাকেন না, তাদের বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি আসে গত ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনুষ্ঠান থেকে। বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে অনেক সংসদ সদস্য নিজে না থেকে ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়ি চালকদের রাখেন- এমন খবর বেশ কয়েকবার সংবাদমাধ্যমে এসেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn