ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করার পর ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে রবিবার আয়ারল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা বাদে বাদে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে থাকা বাকী ১৭জন ক্রিকেটারই সাসেক্স থেকে আজ আয়ারল্যান্ডে পাড়ি জমান। যাত্রা পথে বিমানের প্রযুক্তিগত সমস্যা হওয়ায় বিলম্বিত হয় বাংলাদেশ দলের আয়ারল্যান্ড যাত্রায়! যার ফলশ্রুতিতে নির্ধারিত সময়ের বেশ খানিকটা সময় পর আয়ারল্যান্ডে পৌঁছায় মুশফিক-তামিমরা। বাংলাদেশ সময় অনুযায়ী বিকাল ৪.২০ মিনিটে আয়ারল্যান্ডের বেলফাস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টাইগারদের বহণ করা বিমানটি। পারিবারিক কারণে দেশে ফেরার ফলে জাতীয় দলের সাথে সাসেক্সে যোগ দিতে পারেননি মাশরাফি মুর্তজা। তবে আজ সন্ধ্য নাগাত দলের সাথে সরাসরি আয়ারল্যান্ডে যোগ দিবেন নড়াইল এক্সপ্রেসখ্যাত জাতীয় দলের ডানহাতি এ পেসার বলে বিসিবি সূত্রে জানা গেছে।

স্বাগতিক আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও বাংলাদেশের অংশগ্রহণে চলতি মাসের ১২ তারিখ থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। টুর্নামেন্টের উদ্বোধনি ম্যাচেই স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজের মূল পর্ব শুরুর আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে মাশরাফিরা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn