হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে তাহিরপুর বিএনপির সভা
একে কুদরত পাশা-
ক্ষতিগ্রস্ত কৃষকদের পূনর্বাসন ও হাওরাঞ্চলকে দূর্গত এলাকা ঘোষণার দাবিতে সমাবেশ করেছে তাহিরপুর উপজেলা বিএনপি। সোমবার দুপুরে তাহিরপুর পূর্ব বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমীনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
বক্তারা বলেন, হাওরবাসীর চলমান মানব সৃষ্ট বিপর্যয় খুব দ্রুতই হাওরবাসীর জীবনে মহা দুর্যোগ নিয়ে আসবে, এমন বাস্তব সম্মত বিষয়টি সরকার অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন, যার প্রমান এখনো হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করা হয়নি। সরকার সাড়াদেশে উন্নয়নের নামে হরিলুট করছে। একইভাবে হাওর রক্ষা বাঁধের কোটি কোটি টাকা ও দুর্নীতির মাধমে তারা আত্মসাত করেছে। এমতাবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ার পার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাওরাঞ্চলের মানুষের দুঃখে ব্যতীত হয়ে, হাওরাঞ্চলের মানুষের জীবন জীবিকা স্বাভাবিক রাখার স্বার্থে হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি করেছেন।
প্রাকৃতিক সম্পদের অপরূপ লিলাভূমি হাওরাঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর জীবন ও জীবিকার প্রধান উৎস হচ্ছে হাওরে উৎপাদিত সোনালী ফসল ধান। কিন্তু বর্তমান আওয়ামীলীগ সরকারের হাওরাঞ্চল কেন্দ্রিক অপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা ও অব্যবস্থাপনা সহ হাওর রক্ষা বাঁধ নির্মানে তাদের নিয়োজিত পিআইসি ও নিজ দলের ঠিকাদারদের লোটপাটের কারণে পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ সহ হাওরাঞ্চলের সব কটি হাওর। সরকার ফসল রক্ষার জন্যে বাঁধ নির্মাণে প্রচুর বরাদ্দ দিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা, ঠিকাদার ও স্থানীয় এমপিদের মনোনীত প্রতিনিধির মাধ্যমে পিআইসি গঠন করে সে বরাদ্দ হরিলুট করা হয়েছে। হাওরের সোনালী ফসল তলিয়ে যাওয়ার পর পরই মরে গেলো হাওরের রুপালী সম্পদ ‘মাছ’। এখনো হুমকির সম্মুকিন হাওরের জীব বৈচিত্র। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সহায়তা চাহিদার তুলনায় যথেষ্ট অপ্রতুল। পাশা-পাশি বিতরণ ব্যাস্থায় সরকারের দলীয় করণের অগণতান্ত্রিক আচরণ পরিলক্ষিত। হাওরে এ মহা দুর্যোগ মোকাবেলা করতে না পেরে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত হাওরের কৃষক সহ সকল শ্রেণি পেশার মানুষ জীবন ও জীবিকার তাগিদে এখন শহর মূখী। মানুষের এ সমস্যা সমাধানে তারা সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপি সদস্য আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাখাব উদ্দিন, মাও. আবু সাঈদ, নজরুল শাহ, গুলেনুর মিয়া, উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, রুকন উদ্দিন, তোজাম্মিল হক নাসরুম, সোহানুর রহমান সোহাগ, শাহজাহান কবির প্রমুখ।