শ্রমিকদের কর্মক্ষেত্র যেন নিরাপদ থাকে: প্রধানমন্ত্রী
শ্রমিকদের কর্মক্ষেত্র নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে সরকার বিশেষ দৃষ্টি দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ মে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণের সময় তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশী শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধিতে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সে জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করা আওয়ামী লীগের নীতি একথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, সকল শ্রমিকের কল্যাণ ও সুরক্ষায় এবং তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করা নিশ্চিত করেছি। এ জন্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করে দিয়েছি। বর্তমানের এ ফাউন্ডেশনের ২০০ কোটি টাকা তহবিল রয়েছে।