দিরাইয়ে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের মতবিনিময় সভা
একে কুদরত পাশা-
দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ধল কুতুব গ্রামের কৃষকদের সাথে মতবিনিময় সভা করেছে হাওর বাাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন। শুক্রবার বাদ জুম্মা ধলকুতুব সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বাাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক চত্ত রঞ্জন তালুকদারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন ধলকুতুব গ্রামের কৃষক, মোস্তফা, তাজুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, হোসেন মিয়া, জাহির মিয়া, বাাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন নেতা বিন্দু তালুকদার, রুহুল আমীন, অধ্যক্ষ রবিউল ইসলাম, একে কুদরত পাশা, ইমরানুল হক চৌধুরী, সালেহীন চৌধুরী শুভ, ওবায়দুল হক মিলন প্রমূখ। সভায় গত বুধবার অকাল বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ভিজিএফ চাল ও নগদ অর্থ বিতরণকালে হামলার বিষয়ে বক্তারা কথা বলেন। তারা জানান দিরাই-শাল্লার সাংসদ জয়া সেন গুপ্তার মধ্যস্থতায় বিষয়টি আপোষ হয়েছে। গ্রেফতারকৃত তিন কৃষক এখানো জেলে আছেন।