দিরাইয়ে পিআইসির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
একে কুদরত পাশা-
সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কালিয়াকোটা হাওর উপ-প্রকল্পের কিঃমিঃ ৬৪.৩২৫ হতে ৬৪.৪২৫= ০.১০০ কিঃ মিঃ ডুবন্ত বাাঁধের ভাঙ্গা বন্ধকরণ ও মেরামত কাজের দায়িত্ব দেওয়া হয় ১৮২ নং প্রকল্প বাস্তবায়ক কমিটিকে উক্ত কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে জহিরুল ইসলাম জুয়েল সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগপত্র থেকে জানা যায়, ১৮২ নং প্রকল্প বাস্তবায়ক কমিটির সভাপতি হচ্ছেন রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরী। অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, প্রকল্পটি ডুবন্ত বাাঁধের ভাঙ্গা মেরামত নাম হলেও যেখানে প্রকল্পটি বাস্তাবায়ন করা হয়েছে সিটি একটি স্থায়ী বাঁধ। এ বাঁধের উপর দিয়ে মানুষ চলাচল করে। পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি যোগসাজসে একটি স্থায়ী বাাঁধে প্রকল্প দেখিয়ে সরকারের টাকা আত্মসাত করা হয়েছে। বাঁধের উপর লোকদেকানো কিছু মাটি ভরাট করা হয়েছে। বাঁধটি বর্তমানেও শুকনো রয়েছে। হেমন্তে বর্ষায় উক্ত রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে। তদন্ত করলেই বাঁধ বানিজ্যের সত্যতা প্রমানিত হবে। তিনি বাঁধ বানিজ্যেল সাথে জড়িতদের বিচার দাবি করেন।