দক্ষিণ সুনামগঞ্জঃ হামলার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান নিক্কুকে প্রধান আসামী করে মামলা
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইউপির ৬নং ওয়ার্ড সদস্য রনজিৎ সূত্রধর (৩০)কে কুপিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। রনজিৎ সূত্রধরের বাবা অদ্বৈত সুত্রধর বাদী হয়ে বৃহস্পতিবার দক্ষিণ সুনামগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। মামলায় সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ঠীকাদার রেজাউল আলম নিক্কুকে প্রধান আসামী সহ আরো ২০ জন আসামীর নাম উল্লেখ করা হয়। মামলা হয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় মামলার আসামী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বদরুল আলম সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আলামিন মামলা গ্রহণের সত্যতা স্বীকার করে বলেন, আমরা বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। রনজিৎ সূত্রধরের উপর সন্ত্রাসী হামলার ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবির বলেন,‘ বিষয়টি আমি জেলা প্রশাসক স্যারকে জানিয়েছি। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।
উল্লেখ্য, পশ্চিম পাগলা ইউপি সদস্য রনজিৎ সূত্রধর তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে নির্মাণাধীন কালভার্টের বালু, পাথর ও রড উঠে যাচ্ছে বলে মন্তব্য করায় ঠিকাদার রেজাউল আলম নিক্কু ইউপি সদস্য রনজিৎ সূত্রধরকে ফেইসবুক আইডিতে দেয়া মন্তব্য মুছে ফেলতে হুমকি দেন। মুছে না ফেলায় মঙ্গলবার বিকাল ৪টায় স্থানীয় ইউপি সদস্য শত্রুমর্দন গ্রাম থেকে মোটরসাইকেল যোগে পাগলা বাজারে যাওয়ার পথে কান্দিগাঁও এলাকায় ইউপি সদস্য রনজিৎ সূত্রধরের উপর হামলা চালায় নিক্কুর আত্মীয়-স্বজন। সন্ত্রাসীরা ইউপি সদস্য রঞ্জিতকে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে।