রোগীদের মধ্যে চেক ও সুদমুক্ত ঋণ বিতরণ
সুনামগঞ্জে ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা কর্মসূচির চেক ও সুদমুক্ত ঋণ বিতরণ করেছেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্। সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চেক ও সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খাঁন মোতাহার হোসেন, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মানিক মিয়া, জাপা নেতা ফারুক মেনর, সাজ্জাদুর রহমান সাজু প্রমূখ। এসময় তিনি সুদমুক্ত ঋণ ১০ জনের মধ্যে ২০ হাজার করে ২ লক্ষ টাকা বিতরণ করেন। ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের মধ্যে এককালীন ৫০ হাজার করে ৯ জনকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করেন।