ছাতকঃ প্রভাষক শিবলু’র মুক্তির দাবীতে মানববন্ধন
ছাতকে জনতা মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক রুহুল করিম শিবলুর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে কলেজ সংলগ্ন দোলারবাজার-লামা রসুলগঞ্জ সড়কে দু’ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। জনতা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে পালপুর জালালিয়া আলিম মাদ্রাসা, মঈনপুর উচ্চ বিদ্যালয়, পালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও রেঁনেসা সমাজকল্যাণ সংস্থার সদস্যরা মানববন্ধনে অংশ নেয়। চারটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একই দাবীতে পৃথকভাবেও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী রফিকুল ইসলাম রতন, এমদাদ মিয়া, সিরাজুল ইসলাম সেজুল, নোমান আহমদ, শাহাব উদ্দিন, লোকমান আহমদ, মনোয়ার হোসেন, এমদাদ মিয়া, আশরাফ আহমদ, কামরান াহমদ, রায়হান আহমদ, আব্দুল্লাহ আল মামুন, শাহ হারুন, সুলতানা আক্তার, তারান্নুন বেগম, আনিছা আক্তার, নিলীমা আক্তার শোভা, তামান্না বেগম, শাম্মী আক্তার, লাকি বেগম, দিনা বেগম, রাসেল আহমদ, আকিল হোসেন, ফখর উদ্দিন, ইকবাল হোসেন, সাকিল আহমদ, রেনেসার আব্দুল লতিফ, আনোয়ার হোসেন, মাদ্রাসা শিক্ষার্থী জাবেদ আহমদ, ফয়ছল আহমদ, পালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাইদ আহমদ, মুক্তার হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, গ্রাম্য রাজনীতির ষড়যন্ত্রের শিকার প্রভাষক রুহুল করিম শিবলুকে জেলের ঘানি টানতে হচ্ছে। অভিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রিয় শিক্ষককে তাদের মধ্যে ফিরিয়ে দেয়ার দাবী জানান। অন্যতায় পরীক্ষা-ক্লাস বর্জন, সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে শিক্ষার্থী।