কক্সবাজারের যুবক অপহরণ, দোয়ারা থেকে অপহরণকারী আটক
কক্সবাজারের এক যুবক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে এক অপহরণকারীকে আটক করেছে র্যাব। আটক আবদুর রহমান (২৭) দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের ছিদ্দিক আলীর ছেলে। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দোয়ারাবাজার উপজেলা সদর থেকে তাকে আটক করে। এর আগে একই ঘটনায় র্যাব আরও দুই ব্যক্তিকে আটক করেছিল। র্যাব ৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী জানান- চলতি বছরের ১০ ফেব্রুয়ারি কক্সবাজার জেলার রামু থানার কলঘর গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে মো. আল হোছাইনকে (৩০) অপহরণ করে একটি অপহরণকারী চক্র। পরে মুক্তিপণ বাবত ৩ লাখ ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট নিয়ে তাকে সুনামগঞ্জ শহরে ছেড়ে দেয়া হয়। অপহরণের ঘটনার পর থেকে র্যাব তৎপরতা চালিয়ে পৃথক অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে আবদুর রহমানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের সাথে নিজের সংশ্লিষ্টতার কথা আবদুর রহমান স্বীকার করেছে বলে জানিয়েছেন এএসপি মাঈন উদ্দিন চৌধুরী। আটক আবদুর রহমানকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করেছে র্যাব।