সুনামগঞ্জে চার দিন ব্যাপী কৃষি মেলা শুরু
সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় সুনামগঞ্জে চার দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন- সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহেদুল হক, সিভিল সার্জন আশুতোষ দাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.গৌতম রায় প্রমূখ। শেষে জেলার ১০০ জন কৃষকদের মধ্যে বীজ বিতরণ করেন। মেলায় কৃষিপণ্য ও কৃষি যন্ত্রপাতিসহ ২০টি প্রদর্শনী স্টল খোলা হয়েছে।