বাংলাদেশকে ৫৬০টি মসজিদ নির্মাণের অর্থ দিবে সৌদি সরকার
এ,বি,এম বুলবু ল :বাংলাদেশে ৫৬০টি মসজিদ নির্মাণ করার জন্য অর্থ অনুমোদন দিয়েছে সৌদি অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অতি দ্রুত মসজিদগুলো নির্মাণের আশ্বাস দেন। সৌদি আরবের জেদ্দাস্থ হিলটন ইন্টারন্যাশনাল হোটেলে আইডিবির ৪২তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সৌদি আরবের জেদ্দায় আইডিবির বার্ষিক ৪২তম সাধারণ সভা ২০১৭-এ যোগ দিতে তিনদিনের রাষ্ট্রীয় সফরে তিনি সৌদি আরব রয়েছেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আইডিবির প্রেসিডেন্ট ড. বান্দার বীন হাজ্জর। এসময় বাংলাদেশের অর্থনীতি ও শিক্ষা এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এরপর অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন আন্তর্জাতিক ইসলামিক ট্রেস ফাইন্যান্স সহযোগিতা (আইটিএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার হানি সেলিম সনবোল। হানী সালেম বলেন, বাংলাদেশ বেসরকারি খাতে বিশ্ব উন্নয়নের রোল মডেল হিসেবে কাজ করছে। তিনি মগবাজার ফ্লাইওভার নির্মাণ কাজেরও প্রশংসা করেন। সর্বশেষ তিনি ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক-এর সিইও খালেদ আল আবুদীর সঙ্গে সাক্ষাত করেন। অর্থমন্ত্রী আইডিবি’র কাছে বাংলাদেশে আহাসানিয়া মিশনের তত্ত্বাবধানে একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণের প্রস্তাব পেশ করেন। এ সময় জেদ্দায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও অর্থমন্ত্রীর সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।