জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালত সোমবার (২৯ মে) দুপুরে ভেজালবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নেতৃত্বে দেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিম আল ইমরান। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়- উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ বাজারে দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের একটি টিম। অভিযানে ভুক্তা অধিকার আইনে রিয়াজ স্টোর থেকে ২ হাজার টাকা, উজ্জ্বল স্টোর ১ হাজার টাকা, আব্দুর রহিম ষ্টোর ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মৎস্য অধিদপ্তর আইনে ৩টি নিষিদ্ধ বেল জাল জব্দ করে পুড়ানো হয়েছে। অবৈধ জাল রাখার দায়ে ৩ মৎস্যজীবিকে জনপ্রতি ৫শত টাকা করে জরিমানা আদায় করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, থানার এসআই আব্দুস সালাম প্রমুখ। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিম আল ইমরান জানান- ভুক্তা অধিকার ও মৎস্য আইনে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।