বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাধারণ বাজেট সভা
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ৪র্থ উপজেলা পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট অনুমোদন সংক্রান্ত বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৯ মে) উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ গণমিলনায়তনে বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ। উপজেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সার্বিক পরিচালনায় ২০১৭-১৮ অর্থ বছরে খসড়া কাজেট পেশ করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মুকসেদুল হক, ডিবিডি কলেজের সিনিয়র প্রভাষক মোঃ শহিদুল্লাহ, পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, সলুকাবাদ ইউনিয়ন চেয়ারম্যান রওশন আলী, বাদাঘাট (দঃ) ইউনিয়ন চেয়ারম্যান মোঃ এরশাদ মিয়া, প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, কৃষক প্রতিনিধি রাধা দাশ, সুনামকন্ঠ প্রতিনিধি হাসান বশির প্রমুখ।
২০১৭-১৮ অর্থ বছরের জন্য উপজেলা পরিষদের বিভিন্ন খাতে ১ কোটি ৫৯ লক্ষ ৬০ হাজার ৮শত ৪০টাকার সাধারণ বাজেট উপস্থাপন করা হয়। এর মধ্যে রাজস্বাখাতে ৬১ লক্ষ ৯৭হাজার ৮শত ৮৩ টাকা ও উন্নয়ন খাতে ৯৭লক্ষ ৬২হাজার ৯শত ৫৭টাকা রাজেট উপস্থাপন করা হয়। বাজেট প্রণয়নে সহযোগীতা করেন উপজেলা পরিষদের সিএ মোঃ এমরান কবির। বাজেট উপস্থাপনের পর উন্মুক্ত আলোচনায় বাজেটের উপর বক্তব্য দিয়ে সংযোজন বিযোজনসহ আরো অর্থ বরাদ্দের প্রস্তাব রাখেন। বিশেষ করে প্রকৃতিক দুর্যোগ মোকাবেলা, কৃষি, শিক্ষা, তথ্য প্রযুক্তি ও প্রকাশনা খাতে বরাদ্ধ রাখার প্রস্তাব রাখা হয়।