ফেসবুকে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে জগন্নাথপুরে এক ব্যক্তি খুন
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি খুন ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- আশারকান্দি ইউনিয়নের পাটকুড়া জামে মসজিদের মোয়াজ্জিনের বিরুদ্ধে ফেসবুকে ছোট শেওড়া গ্রামের জমশেদ মিয়ার ভাতিজা হাসান আপত্তিকর মন্তব্য করে স্ট্যটাস দেয়। এ নিয়ে পাটকুড়া গ্রামের শায়েস্তা মিয়ার সাথে ছোট শেওড়া গ্রামের জমশেদ মিয়ার কথাকাটাকাটি হয় মঙ্গলবার (৩০ মে) বিকেলে। এক পর্যায়ে শায়েস্তা মিয়ার রামদার কুপে জমশেদ মিয়া গুরুতর আহত হন। দু’পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়লে আরো উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহতহন। আহতদেরকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জমশেদ মিয়াকে (৫৫) মৃত ঘোষণা করেন। অপরাপর আহতদের মধ্যে জিতু মিয়া (৩৪), ইউনুছ আলী (৪৫), আম্বর আলী (৫৪), সুজন মিয়া (২৪), মাহমদ আলী (৬৫), হাসান আলীকে (৩৩) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুন অর রশিদ জানান- খুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আসামি গ্রেফতার ও মামলা প্রক্রিয়াধিন রয়েছে।