নরেন্দ্র মোদিকে ‘অদ্ভুত’ প্রশ্ন মার্কিন সাংবাদিকের
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দারুণ সক্রিয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার টুইটার অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যাও অনেক।কিন্তু রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত রাশিয়া-ভারত বিজনেস ফোরামের এক ফাঁকে নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিনের একান্ত স্বাক্ষাৎকারের আগে সৌজন্যমূলক আলাপের এক পর্যায়ে মোদিকে এক ‘অদ্ভুত’ প্রশ্ন করে বসেন বিখ্যাত মার্কিন সাংবাদিক মেগান ক্যালি। সেন্ট পিটার্সবার্গে এক নৈশভোজের ফাঁকে মেগান ক্যালিকে একান্ত স্বাক্ষাৎতার দেন নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিন। এনবিসি টিভির প্রচারিত ফুটজে দেখা গেছে, স্বাক্ষাৎকার শুরুর আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সৌজন্যমূলক আলাপ করছিলেন ক্যালি, মোদি ও পুতিন। মোদি তখন ক্যালিকে উদ্দেশ্য করে বলেন, ‘ বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দেওয়া যে ছবিটি আপনি টুইটারে পোস্ট করেছেন, সেটি ভালো হয়েছে।’
জবাবে ক্যালি বলেন, ‘আপনি টুইটারে আছেন?’
উল্লেখ্য, এ সম্মেলনে সামরিক বাহিনীকে আরও ঢেলে সাজাতে রাশিয়া ও ভারত ভবিষ্যতে যৌথ সহযোগিতার ভিত্তিতে আধুনিক সামরিক সরঞ্জাম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে উভয় দেশ। সেন্ট পিটার্সবার্গে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের অংশ হিসেবে রাশিয়া ও ভারতের ব্যবসায়িক প্রতিনিধিদলের বৈঠকে অংশ নেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।