ছাতকে সংঘর্ষের ঘটনায় ৩৯জনের নামে মামলাঃগ্রেফতার ৩
চান মিয়া-
ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রামবাসির সংঘর্ষে লোকমান আহমদ নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর থেকে বড়গল্লা গ্রাম এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে। এদিকে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩জনকে গ্রেফতার করেছে। এব্যাপারে নিহতের পিতা মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বাদি হয়ে থানায় মামলা (নং ১৮, তাং ১৬.০৫.২০১৭ইং) দায়ের করেন। মামলায় খেলার রেফারি নূর আলমকে প্রধান আসামি করে ৩৯জনের নামে এ মামলাটি দায়ের করা হয়। মামলার তদন্তকারি অফিসার ছাতক থানার এসআই সুহেল রানা ঘটনার রাতেই অভিযান চালিয়ে বড়গল্লা গ্রামের তোতা মিয়ার পুত্র রোকন আহমদ (১৮), একই গ্রামের আসাদ মিয়ার পুত্র আফজাল (১৬) ও বিশ্বনাথ উপজেলার মান্দারোকা গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র ফজলু মিয়া (৩২)কে গ্রেফতার করে মঙ্গলবার সকালে তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্যে জোর তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে। সোমবার (১৫মে’) উলুরগাঁও ও বড়গল্লা গ্রামবাসির মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ৫০জন আহত হয়।