রাজন চন্দ-

তাহিরপুরে নিরীহ কৃষক ও ব্যাবসায়ীদের উপর তাহিরপুর থানার এস আই রফিকের নেতৃত্বে  লাটিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্তটিম ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছেন। তদন্ত টিম প্রধান সুনামগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ,সিনিয়র সহকারি পুলিশ সুপার কানন কুমার দেবনাথ ও কোর্ট পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থল তাহিরপুর সদর পশ্চিম বাজার  ও ভাটি তাহিরপুর গ্রাম পরিদর্শন করে নিরীহ কৃষকদের ও ব্যাবসয়ীদের বক্তব্য শুনেন।

এ বিষয়ে ঘটনার তদন্ত টিম প্রধান সুনামগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ বলেন,কোন কুলাঙ্গারের স্থান থানায় হবে না। আমরা খুব শীগ্রই তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। এ সময় নিরীহ কৃষকদের উপর লাটিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনায় জড়িতদের ব্যাবস্থা নেয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন  তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ,দলিল লেখক সভাপতি এমদাদুল হুদা,উপজেলা ছাত্রলীগ  সাবেক সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম,রাজন চন্দ প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn