বিএনপির ২৫ নেতার বিচার শুরু
ঢাকা: বাসে আগুন দেয়ার মামলায় বিএনপির নেতাদের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ২৫ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এই অভিযোগ গঠন করেন। আগামী ২৭ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০১২ সালের ২৫ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে ৪০ থেকে ৫০ জন নেতা-কর্মী পল্টনের নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকে যেতে গিয়ে একটি বাসে আগুন ধরিয়ে দেয়। সেই ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ৫ অক্টোবর ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। হাবিব উন নবী খান সোহেলসহ অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, মীর শরাফত আলী শফু, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দীন টুকু ও আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ।