সুনামগঞ্জে ড্রেজার মিশিন দ্বারা বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফকিরনগর এলাকাবাসীর আয়োজনে ফকিরনগর নদীর পাড় ভাঙ্গন এলাকায় ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- ফকিরনগর গ্রামের বাসিন্দা খলিলুর রহমান, রুহিনূর ইমন, লিমন মিয়া, শাহলম মিয়া, সুমন মিয়া, আহাদ মিয়া, সিরাজুল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ডেজার মেশিন লাগিয়ে নদীর তীর থেকে বালু তুলছেন। এতে আমাদের ঘরবাড়ি বিলীনের পথে।
অবৈধ ডেজার লাগিয়ে বালু উত্তোলন করতে নিষেধ করলেও তারা গ্রামবাসীদের পুলিশের ভয় ভীতি প্রদর্শন করেছে অভিযোগ করে বক্তারা আরো বলেন, অচিরেই যেন ঐ অবৈধ ডেজার মেশিন জব্দ করে আইনের আওতায় আনা হয়। মানববন্ধন শেষে ফকিরনগর গ্রামের অসহায় মানুষ অবৈধ ডেজার মেশিন বন্ধের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের কাছে স্মারক লিপি দেন।
সংবাদ টি পড়া হয়েছে :
৮০ বার