অভিনেত্রী আশা চৌধুরীর মৃত্যু: মোটরসাইকেল চালককে আসামি করে মামলা
bartaadmin
জানুয়ারি ৬, ২০২১
অভিনেত্রী আশা চৌধুরীর মৃত্যু: মোটরসাইকেল চালককে আসামি করে মামলা২০২১-০১-০৭T০০:৪১:১৭+০০:০০
বিনোদন, শিরোনাম, সর্বশেষ, সর্বাধিক পঠিত
বার্তা ডেক্সঃঃসড়ক দুর্ঘটনায় অভিনেত্রী আশা চৌধুরীর মৃত্যু ঘটনায় দারুস সালাম থানায় মামলা হয়েছে। আশার বাবা আবুল কালাম বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলাটি করেছেন। মামলায় আশাকে বহনকারী মোটরবাইকের চালক শামীম আহমেদসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। সড়ক আইনের ১০৫ ধারায় মামলাটি করা হয়েছে। বনানী থেকে বাসায় ফেরার পথে প্রায় আড়াই ঘণ্টার হিসাব না মেলায় আশার পরিবার এই মামলাটি করেছে। নিহত আশার পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত ১১টার পরে বনানী থেকে বাসায় ফেরার কথা ছিল আশার। ওই সময় আশা তার মাকে ফোন দিয়ে জানিয়েছিল সে বনানীতে আছে এবং ২০ মিনিটের ভেতরে বাসায় ফিরবে। এর কয়েক মিনিট পরে আশার বাবাও তার সঙ্গে ফোনে কথা বলেন।
বাবা-মা দুজনেই ধরে নিয়েছিলেন সর্বোচ্চ সাড়ে ১১টার ভেতরেই আশা বাসায় চলে আসবে। কিন্তু আশা রাত ২টা পর্যন্ত বাসায় ফিরেনি। আশা বাসায় আসবে সেই অপেক্ষাতেই পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। রাত দুইটার দিকে আশার পরিবারের পূর্বপরিচিত ও তাকে বহনকারী মোটরসাইকেল চালক শামীম আহমেদ আশার মাকে ফোন করে টেকনিক্যাল মোড়ে যেতে বলে। কিছুক্ষণ পরে আবার শামীম ফোন করে আশার মাকে জানায় সে আর বেঁচে নাই। আশার পরিবার জানায়, আশা বাসায় ফেরার কথা কালশী রোড হয়ে মিরপুরের রূপনগরে। দুর্ঘটনাটি ঘটেছে টেকনিক্যাল রোডে। তারা কীভাবে বা কেন টেকনিক্যালের রোডে গেল? তাকে বহনকারী চালক শামীম আহমেদ ভিন্ন ভিন্ন কথা বলছেন। একবার বলছেন পথ ভুল করে ওই রাস্তায় চলে এসেছেন। আবার বলছেন, রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। কিন্তু ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ঘটনাটি মাঝ রাস্তায় পেছন থেকে ট্রাকের ধাক্কায় হয়েছে। ছিটকে পড়ার পর শামীম আশাকে একবারের জন্যও ধরে নাই। আশার পরিবারের সন্দেহ হচ্ছে কোনো নেশা জাতীয় দ্রব্য খাইয়ে শামীম অন্যত্র নিয়ে যেতে চেয়েছিল আশাকে। দারুসসালাম থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হয়েছে। এখন তদন্ত করে দেখা হচ্ছে প্রধান আসামি শামীমের এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা?
সংবাদ টি পড়া হয়েছে :
৫১ বার