করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে কঠোর লকডাউন চলছে। লকডাউন চলাকালে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিধি নিষেধ কার্যকরে মাঠে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সিলেটেও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে। প্রতিদিনই লকডাউনের বিধিমালা অমান্য করায় মামলা জরিমা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনব্যাপী সিলেট মহানগর ও সকল উপজেলায় জেলা প্রশাসনের ৩৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এসময় লকডাউন অমান্য করে অযথা বাইরে ঘোরাফেরার দায়ে ১২৬টি মামলা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ২ লক্ষ ২৫ হাজার ৮০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার (মিডিয়া সেল) শামমা লাবিবা অর্ণব। কোর্ট পরিচালনাকালে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবির টিম যৌথভাবে কাজ করেছে বলে জানিয়েছেন তিনি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn