আন্তঃ কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা
আব্দুস ছত্তার মাস্টার ফাউন্ডেশন’র উদ্যোগে আন্তঃ কলেজ সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক প্রতিগোগিতা-২০১৭ এর চুড়ান্ত পর্ব গতকাল বুলচান্দ উচ্চ বিদ্যালয় ও কলেজ এ অনুষ্ঠিত হয়। সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান শিক্ষক নুরুল আবেদীন। এতে ইসলামগঞ্জ ডিগ্রি কলেজ, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজ, মইনুল হক কলেজ, হাজেরা মুসলিম টেকনিক্যাল কলেজ, পলাশ, রতারগাওঁ স্কুল এন্ড কলেজ’র অর্ধ শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। সাধারণজ্ঞান, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান ও বাউল গান পর্বে প্রতিযোগিরা অংশ গ্রহন করে। সাধারণজ্ঞান পর্বে সুরাইয়া নাসরিন, শাহীন আলম ও নিলয় দাস, কবিতা পর্বে আলেয়া আক্তার, লাবিবা আক্তার নিঝুম, জায়েদা আক্তার, দেশাত্ববোধক গান পর্বে জুলেখা আক্তার, লাবিবা আক্তার নিঝুম, তুলি রায়, বাউল গান পর্বে জবা দাস, বুরহান উদ্দিন, রিপ্টু দাস বিজয়ী হয়। বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক শাহীনা চৌধুরী রুবি, প্রভাষক মো.মশিউর রহমান ও প্রভাষক মেহেদী হাসান। ফাউন্ডেশনের পক্ষে সমন্বয়কের দায়িত্ব পালন করেন প্রভাষক ফজলুল করিম সাঈদ। এ সময় উপস্থিত ছিরেল প্রভাষক শাহীনা আক্তার, প্রভাষক জহিরুল হক, প্রভাষক হুমায়ুন রশিদ প্রমুখ।