আফগানিস্তানে মসজিদে জঙ্গি হামলা, নিহত ৬২
আফগানিস্তানের তালেবান অধ্যুষিত নানগরহর প্রদেশের একটি মসজিদে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৬২ জন। এ ছাড়া আহত হয়েছেন আরো অন্তত অর্ধশত। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জুমার নামাজ চলাকালীন প্রদেশটির হাসকামেনা জেলার একটি মসজিদে এ জঙ্গি হামলার ঘটনা ঘটে। খবরটি নিশ্চিত করেছেন আফগান সরকারের মুখপাত্র আতাউল্লাহ খাগোয়ানি। তিনি জানান, ওই হামলায় নিহতের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।যেখানে হামলা হয়েছে সেটি জঙ্গিগোষ্ঠী তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া, সাম্প্রতিক সময়ে সক্রিয় হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটও। তবে এই হামলার সঙ্গে জড়িত থাকা নিয়ে এখনো কেউ দায় স্বীকার করেনি।