‘আমার বিদেশি পাসপোর্ট নেই’
আর ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর জয়ও তার মা শেখ হাসিনার সঙ্গে বিদেশে কাটিয়েছেন দীর্ঘ সময়। তবে তিনি বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট ত্যাগ করেননি। বিএনপির আক্রমণের জবাবে জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, ‘সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে। গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই আমি যাতায়াত করি।’ জয় বলেন, ‘বিএনপি সম্পূর্ণরূপে একটি অসৎ দলে পরিণত হয়েছে। তাদের কোনো কথাই আর বিশ্বাসযোগ্য না। তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্ট জমা দেয়ার বিষয়ে বিএনপি নেতা রিজভী পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে যে চ্যালেঞ্জ দিয়েছিলেন, তার জবাব দিয়েছেন তিনি। রিজভী বলেছিলেন, তারেক রহমান পাসপোর্ট জমা দিলে সরকার যেন সেটা দেখায়। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোমবার দেশে ফিরে সাংবাদিকদের কাছে সে নথি দেখিয়েছেন। তবে রিজভী জয়ের বিদেশি নাগরিকত্ব বা পাসপোর্টের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।