বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌর এলাকার ষোলঘর সুরমা-৪ জামান হাউজ নিবাসী আশফাকুজ্জামান চৌধুরী সোহান আমেরিকার দশটি বড় লো কোম্পানির মধ্যে একটির ব্যবসায়ীক পার্টনার হলেন। আমেরিকার ৫০টি ষ্টেইটের মধ্যে ৩০টি ষ্টেইটে এবং ৫৩ টি সিটি শহরে ঐ কোম্পানীর শাখা রয়েছে। তাদের কোম্পানিতে দেড় হাজারের মত এটর্নিসহ ৩০০০ লোক কর্মরত রয়েছেন। “লো-এজ ব্রিজ বস” নামে খ্যাত এই কোম্পানীটি নিউইয়র্ক ওয়ালষ্ট্রিটের পার্শ্বে ৭৭ ওয়াটার ষ্ট্রিটে অবস্থিত। লস এঞ্জেল্সের কেলিফোর্নিয়ায় ঐ কোম্পানীর প্রধান কার্যালয়। কোম্পানিটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি সুনামের সাথে কর্পোরেটদের মামলাসহ বড় বড় মামলাগুলোর আইনি সহায়তা দিয়ে যাচ্ছে। এটর্নী সোহান চৌধুরী নিউইয়র্কের ওয়াটার ষ্ট্রিটের অফিসে অফিস করেন। উল্লেখ্য সোহান চৌধুরী ইতিপূর্বে নিউইয়র্ক এর মেয়র ডি-ব্লাসিওর আইন উপদেষ্টা ছিলেন।

আশফাকুজ্জামান চৌধুরী সোহান একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পিতার ন্যায় সোহানও আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। যুক্তরাষ্ট্রস্থ বঙ্গবন্ধু লো এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক সোহান। এছাড়াও সাউথ এশিয়া বার এসোসিয়েশন এর সহ-সভাপতি পদে অধিষ্টিত রয়েছে সে। ব্যারিস্টার সোহানের স্ত্রী সারানিক ইরানী বংশোম্ভূত একজন উচ্চ শিক্ষিত নারী। সারানিক কলম্বিয়া ইউসিভার্সিটি থেকে মাস্টার্স পাশ করেন। আমেরিকার এ্যালবার্ট আইনস্টাইন মেডিকেল ইউনিভার্সিটি থেকে লাভ করেন ডক্টরেট ডিগ্রী। বর্তমানে নিউইয়র্কস্থিত ফ্রান্সের একটি ঔষধ কোম্পানীতে ক্যান্সার এর উপর গবেষণা করছেন সোহানের স্ত্রী। সোহানের একমাত্র বোন ফেরদৌসী চৌধুরী সুমিও নিউইয়র্কে কর্মরত একজন সিনিয়র লইয়ার।

আশফাকুজ্জামান চৌধুরী সোহান, ১৯৭২-৭৮ সাল পর্যন্ত সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের সভাপতি,৭১ এর মুক্তিযুদ্ধের সংগঠক,৭৫ সালে নির্যাতিত কারাবরনকারী আওয়ামীলীগ নেতা,পরবর্তীতে নিউইয়র্ক আওয়ামীলীগের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি নূরুজ্জামান চৌধুরী শাহীর একমাত্র ছেলে। নুরুজ্জামান চৌধুরী শাহীর একমাত্র কন্যা ফেরদৌসী চৌধুরী সুমিও আমেরিকাতে এটর্নি হিসাবে বর্তমানে নিউইয়র্ক সিটির আইন উপদেষ্টা হিসাবে কর্মরত আছেন।

 

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn