ইকবাল মনসুরের জন্য চ্যানেল এস’র ফান্ড, ২৫ হাজার পাউন্ড সংগ্রহ
উক্ত কমিটি গত মঙ্গলবার সংবাদ সম্মেলনের আয়োজন করে এতে উপস্থিত হন বিলেতের সকলস্তরের সাংবাদিক ব্যবসায়ী ও বন্ধু বান্ধব৷ সংবাদ সম্মেলনে তার প্রাক্তন সহকর্মী চ্যানেল এসের হেড অব নিউজ ব্রিটবাংলা এডিটর কামাল মেহেদী, জনমতের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী, সুরমার বার্তা সম্পাদক আব্দুল কাইয়ুম, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মুস্তাক বাবুল, ও ইকবাল মনসুরের বন্ধু জামাল আহমদ ও রাসেল আলম বাবু উপস্থিত থেকে ইকবাল মনসুরকে একজন সাহসী ও সৎ সংবাদকর্মী কে সহযোগীতার মানবিক আহ্বান জানান ৷ স্থানীয় সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হয়। বিশেষ করে চ্যানেল এসে প্রতি দ্শ মিনিট পরপর মানবিক অ্যাপিলে অংশ নেওয়ার আহ্বান প্রচারিত হয়। চ্যানেল এস সিলেটের মইন উদ্দিন মঞ্জুর, ইকবাল মনসুর কে নিয়ে করা মানবিক সাহায্যের প্রতিবেদন এবং চ্যানেল এসের ফারহান মাসুদ খানের কন্ঠের মানবিকতার ডাকে সাড়া দেওয়ার আহ্বানে মাত্র দুই দিনের প্রচারণায় শুক্রবার অনুষ্ঠিত হয় ফান্ড রেইজিং অনুষ্ঠান ৷ বিকেল ৬টা থেকে রাত ১টা পর্যন্ত সময় নির্ধারণ করা হলেও বিপুল সংখ্যক কলের কারনে ১ টার নিউজ বিলম্ব করেন কর্তৃপক্ষ। ইকবাল মুনসুরের মানবিক আহ্বানে সাড়া দেন বিপুল সংখ্যাক মানুষ ৷
ষ্টুডিওতে উপস্থিত থেকে ফান্ড রেইজিং কার্যক্ৰম পরিচালনা করেন এডভাইজার তাজ চৌধুরী, অন্যতম উদ্যোক্তা প্রেস ক্লাব সেক্রেটারী মোহাম্মদ জুবারের ও অর্গানাইজার আহাদ চৌধুরী বাবু ৷লাইভ স্টুডিও তে অংশ নেন লন্ডন বাংলা প্ৰেসক্লাব প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, চ্যানেল এসের চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরী, প্রেস ক্লাবেরএসিস্ট্রেন সেক্রেটারী মোহাম্মদ সুবহান, কমিউনিকেশন সেক্রেটারী মোহাম্মদ আব্দুল কাইয়ুম, বাংলা পোষ্ট সম্পাদক বারিষ্টার তারেক চৌধুরী, স্থাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, চ্যানেল এসের হেড অব নিউজ কামাল মেহেদী, ফারহান মাসুদ খান, ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার, ইব্রাহিম খলিল, নতুন দিনের পলি রহমান, কমিউনিটি নেতা জামাল খান, রাসেল আলম বাবু, হাসনাত চৌধুরী সহ অনেকে ৷ লাইভ ফান্ড রেইজিং এ দান করে এবং উৎসাহ প্রদান করেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট দ্বয় যথাক্রমে, মুহিব উদ্দিন চৌধুরী ও নবাব উদ্দিন ৷ ফান্ড রেইজিং সহ প্রেস কনফারেন্সে সহযোগীতা করায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান ও দানশীল সর্বস্থরের মানুষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ইকবাল মনসুর ট্রিটমেন্ট ফান্ড ইউকের এডভাইজার চ্যানেল এসের এমডি তাজ চৌধুরী, জাষ্ট হেল্প ফাউন্ডেশনের পরিচালক মিজানুর রহমান মিজানওঅৰ্গানাইজার আহাদ চৌধুরীবাবু ৷