ইটভাটায় ট্রাক উল্টে শ্রমিকদের ঘরে, প্রাণ গেল ঘুমন্ত ১৩ জনের
কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাজির আহমেদ বলেন, ওই ট্রাকে করে ভাটার জন্য কয়লা নিয়ে আসা হয়েছিল। কয়লার স্তূপের পাশেই একটি টিনশেড ঘরে শ্রমিকদের থাকার ব্যবস্থা করেছিল ভাটার মালিকপক্ষ। ঘটনা যখন ঘটে তখন ১৫ জন শ্রমিক ভেতরে ঘুমাচ্ছিলেন। ট্রাকের চালক কয়লা নামানোর জন্য ব্যাক গিয়ারে স্তূপের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি তখন উল্টে ওই ঘরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ১২ শ্রমিকের মৃত্যু হয়। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়ার পথে মারা যান আরেক শ্রমিক। আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাজির আহমেদ জানান। চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। তবে ভাটার ব্যবস্থাপক কামরুর ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে তিনি জানান।