ইতালির শরণার্থী ক্যাম্পে বিয়ানীবাজারের আলীর মৃত্যু
ভূমধ্যসাগরের উত্তাল ঢেউয়ের মৃত্যুকূপ জয় করে স্বপ্নের দেশ ইতালি পৌঁছুলেও ব্রেন ক্যান্সারের কাছে হার মানতে হলো বিয়ানীবাজারের আলী আহমদকে (৩০)। লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি দেয়া এই যুবক বুধবার শরণার্থী ক্যাম্পে ব্রেনস্ট্রোক করে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তিনি পৌরসভার শ্রীধরা গ্রামের (পর্দার গুষ্টির) ময়না মিয়ার পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত জীবনের তাগিদে লিবিয়া হয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে কিছুদিন আগে স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি দিয়েছিলেন তিনি। সেখানে পৌঁছানোর পর শরণার্থী শিবিরে তার আশ্রয় হয়। সেখানেই তিনি আকস্মিকভাবে ব্রেনস্ট্রেক করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই হাসপতালেই সুস্থ সবল টগবগে যুবকের আকস্মিক মৃত্যুতে শরণার্থী ক্যাম্পে থাকা অন্যান্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে যুবক আলী আহমদের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। তার লাশ দেশে পাঠানোর জন্য বিয়ানীবাজারের প্রবাসীরা প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানা গেছে। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগীতা কামনা করা হয়েছে।