দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ অনেক বছর ধরে দেশের ঐতিয্যবাহী স্থানগুলোতে এর দৃশ্যায়ন করে আসছে। এর মাধ্যমে ওই এলাকার ইতিহাস-ঐতিয্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয় মানুষের কাছে। এরই ধারাবাহিকতায় ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনে। যা সাতক্ষীরা জেলায় অবস্থিত। সুন্দরবনের নদীর ওপরে তৈরি করা হয়েছে গোলপাতার মঞ্চ। দর্শকদের জন্যও করা হয়েছে ভিন্ন ধরণের আসন ব্যবস্থা। মঞ্চের সামনে নানান আকৃতির শত শত নৌকা।  কখনো পানিতে ভাসমান, কখনো চরে আটকে থাকার আকৃতিতে সাজানো নৌকাগুলোতে বসেছেন হাজার হাজার দর্শক। গত ১৪ মার্চ বিশেষ এই পর্বটি ধারণ করা হয়েছে। ‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনার দায়িত্বে বরাবরের মতো রয়েছেন হানিফ সংকেত। আগামী ৩১ মার্চ ‘ইত্যাদি’র এবারের পর্বটি  প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn