‘ইনু সাহেব অভিমান থেকে বোমা ফাটিয়েছেন: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাসদ যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে যায় তার ফল কী হবে, তা ইনু নিজেও জানেন। আগে করে তা টেস্ট করেছেন। সরকারের শরিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু আওয়ামী লীগের ওপর ক্ষোভ প্রকাশের পর ক্ষমতাসীন দলের পক্ষে এর জবাব দিতে গিয়ে এ কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তন এক অনুষ্ঠানে গতকাল ‘ইনু সাহেব অভিমান, ক্ষোভ থেকে বোমা ফাটিয়েছেন’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আলোচনা করা ঠিক নয়। উনার যা ক্ষোভ আছে, এটা আমরা দলীয় ফোরামে, সরকারি ফোরামে আলাপ করে নেব। চিন্তার কোনো কারণ নেই। তারা আমাদের শরিক, তবে নির্বাচন একসঙ্গে করব। সরকারের সঙ্গে নির্বাচন করে কিছু আত্মতৃপ্তির ঢেঁকুর তোলেন। এর আগে বুধবার কুষ্টিয়ায় এক সমাবেশে আওয়ামী লীগ নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে জাসদ সভাপতি ইনু বলেন, আমরা সংখ্যায় বিপুল না হলেও আমাদের ছাড়া হাজার বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের সঞ্চালনায় অন্যদের মধ্যে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সও গতকালের অনুষ্ঠানে বক্তব্য দেন।